নেতিবাচক প্রতিবেদন যেন পিছু ছাড়ছে না জ্যাকুলিনের! অবশেষে নিজেই জিজ্ঞেস করলেন, ‘আমি কী ভুল করেছি?’

অনেক দিন ধরেই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকুলিনের। অবৈধ টাকার কারবারি সুকেশ বহু অপরাধে দোষী। তার সঙ্গেই অভিনেত্রী সম্পর্কে ছিলেন বলে জানা যায়।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিকবার তলব করেছে জ্যাকুলিনকে। সুকেশ বর্তমানে জেলে রয়েছেন। যদিও জ্যাকুলিন দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নীরব ছিলেন। সুকেশের সঙ্গে তার ছবি ভাইরাল হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতিবাচক মন্তব্য নিয়ে মুখ খুললেন জ্যাকুলিন। তিনি বললেন, ‘মানুষ হিসেবে আমি চাই সবাই আমাকে পছন্দ করুক।

খুব স্বাভাবিক একটা ব্যাপার। কেউ যদি আপনাকে পছন্দ না করেন তা হলে আপনার অস্বস্তি শুরু হয়। তবে বিদ্বেষ থাকলে সেটা জেনেবুঝে থাকা ভাল।

আমি কী দোষ করেছি? কেউ জানেন? তারকাদের পান থেকে চুন খসলে দোষ হাজার গুণ হয়ে যায়। আমার প্রতি এত কঠোর হওয়ার কারণ জানতে চাই!’