‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দক্ষিণী সিনেমার মেগাস্টার আল্লু অর্জুন। সিনেমাটির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে দ্বিতীয় অংশ বানানোর ঘোষণা দেন এর পরিচালক সুকুমার।

জানা গেছে, প্রথম অংশের মতো দ্বিতীয় অংশেও আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধবেন রাশমিকা মান্দানা। তবে নতুন খবর, দ্বিতীয় অংশে বিরাট পরিবর্তন আনার কথা চিন্তা করছেন সুকুমার। সিনেমাটির ক্লাইম্যাক্সে চমক রাখতে চলেছেন এই পরিচালক।

শুধু তাই নয়, এবার জ্যান্ত বাঘের বিপক্ষে ভয়ংকর লড়াই করবেন সিনেমার নায়ক আল্লু অর্জুন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্টে বড়সড় অ্যাকশন দৃশ্য রাখার পরিকল্পনা করেছেন পরিচালক।

‘ট্রিপলআর’ সিনেমায় রাজামৌলি যেমন এনটিআর জুনিয়রকে বাঘের সঙ্গে লড়াই করিয়েছিলেন, একইভাবে পুষ্পাকে বাঘের সঙ্গে লড়াইয়ে নামানো হবে।

জানা গেছে, শ্রীলঙ্কা-ব্যাংককের জঙ্গলে অসাধারণ একটি লোকেশন খুঁজছে পুষ্পা টু’র টিম। স্থান পছন্দ হলেই ব্যাংককের কোনো একটি জঙ্গলে বাঘের সঙ্গে আল্লু অর্জুনের ভয়ংকর লড়াইয়ের দৃশ্যধারণের কাজটি হবে।

এরইমধ্যে ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং শুরু করেছেন পরিচালক। সেট থেকে তোলা একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। তবে এখনও শুটিংয়ে অংশ নেননি আল্লু অর্জুন।