বলিউডে কাজের বয়স মাত্র তিন বছর। কাজ করেছেন তিনটি সিনেমায়। সুঠাম চেহারা হোক বা অভিনয় দক্ষতা, ‘গেহরাইয়াঁ’-র জেইন ওবেরয়ের (সিদ্ধান্তের চরিত্র) প্রেমে ইতিমধ্যে অনেকেই হাবুডুবু।

কিন্তু জানেন কি, সিদ্ধান্ত আর একা নন? জীবনে বিশেষ মানুষের উপস্থিতির কথা আকারে ইঙ্গিতে নিজেই জানালেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধান্ত বলেছেন, স্বভাবে লাজুক হওয়ায় জনসমক্ষে ভালোবাসার প্রকাশ করতে পারেন না তিনি।

সিদ্ধান্তের কথায়, আমি সবার সামনে ভালোবাসা প্রকাশ করতে পারি না। হয়তো প্রকাশ্যে ওর (প্রেমিকা) হাতও ধরতে পারব না। সম্পর্কে থাকার কথা অস্বীকার করছেন না। তবে ভালোবাসার মানুষকে প্রকাশ্যে আনতে আপত্তি কীসের? সিদ্ধান্তের উত্তর, যা আমরা ভালোবাসি, তা লুকিয়ে রাখাই শ্রেয়।