দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য সাথে বিবাহবিচ্ছেদের পর এবার আরেক দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে বেছে নিলেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

তবে বিবাহের জন্য না, এবার নতুন সিনেমায় জুটি বেধেছেন এই দুই দক্ষিণ সুপারস্টার। গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উড়ছে—তেলেগু ভাষার একটি সিনেমায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে রোমান্স করবেন সামান্থা। এটি পরিচালনা করবেন শিবা নির্বানা। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সামান্থা।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘পুরী জগন্নাথ পরিচালিত জানা গানা মানা’ সিনেমায় অভিনয় করবেন বিজয় দেবরকোন্ডা। এ সিনেমার শুটিং শুরুর আগে সামান্থার নতুন সিনেমার শুটিং শুরু হবে। পুরী জগন্নাথ এখন তার সিনেমার লোকেশন খুঁজছেন।