ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা আল্লু অর্জুন। তিনি ব্যক্তিগত জীবনে ঘর বেঁধেছেন স্নেহা রেড্ডির সঙ্গে। স্নেহা রেড্ডি শোবিজ অঙ্গনে কাজ করেন না। পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার।
কিন্তু সামাজিকমাধ্যমে দারুণ সরব ফ্যাশন সচেতন স্নেহা। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারী ৮.৬ মিলিয়ন। এদিক থেকে তার জনপ্রিয়তা অনেক তারকা অভিনেত্রীর চেয়েও বেশি। তিনি তার ইনস্টাগ্রামে নানা বিষয় শেয়ার করে থাকেন।
আল্লু অর্জুনের সঙ্গে কাটানো সময় থেকে শুরু করে পারিবারিক নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার ব্যয়বহুল একটি শাড়ি পরা ছবি পোস্ট করে চর্চায় রয়েছেন স্নেহা।
প্রকাশিত এ ছবিতে দেখা গেছে, স্নেহার পরনে সিলভার রঙের শাড়ি। তার সঙ্গে ম্যাচ করে পরেছেন কর্ড অব সোল্ডার ব্লাউজ। গলায় হিরার নেকলেস। ঠোঁটে লিপস্টিক। এমন লুকে নেটিজেনদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন স্নেহা।
পাশাপাশি এ শাড়ির মূল্য নিয়ে দারুণ আলোচনা হচ্ছে। স্নেহার শাড়িটি ডিজাইন করেছেন রিঝিম দাদু। বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, এ শাড়ির মূল্য ১ লাখ ৭৬ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ২ লাখ ১৬ হাজার ৫৮৮ টাকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।