চার বছর সংসার করার পর ২০২১ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি নাগাচৈতন্য ও সামান্থা রুথ প্রভু। বিবাহবিচ্ছেদ ঘোষণার পর পরই আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দুনের ছবি গুলো সরিয়ে ফেলেন সামান্থা।

বিচ্ছেদের পর দুজনের দুটি পথ দুই দিকে বেঁকে গেছে, স্বাভাবিকভাবেই পরস্পরের স্মৃতি মুছে ফেলতে চাইবেন তারা। কিন্তু চাইলেই সামান্থার জন্য বিষয়টি সহজ না। নাগাচৈতন্যকে ভালোবেসে শরীরে অন্তত তিনটি ট্যাটু করিয়েছিলেন তিনি।

তার মধ্যে ঘাড়ের কাছে থাকা ট্যাটুতে লেখা “ইয়ে মায়া চেসভ”। এই ছবির সেটেই তাদের প্রথম দেখা এবং প্রেম। সেই ছবির চিহ্ন স্মৃতি এখনও কাঁধে নিয়ে ঘুরছেন সামান্থা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক ভক্ত, ‘এরপর কী ধরনের ট্যাটু করানোর কথা ভাবছেন?’ জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আবার ট্যাটু? জীবনে এই ভুল আর না।

যদি ছোট থাকতাম নিজেকে আটকাতাম।’ এই উত্তরের প্রতিক্রিয়ায় দুঃখ বোধ করেন অনেকেই, বুঝতে পারেন তার মানসিক যন্ত্রণার কথা।