গত কয়েক মাস ধরেই দফায় দফায় জল্পনা। ফের নাকি মা হতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন! সে খবরে অবশ্য সিলমোহরও দিতে পারেননি কেউই। এবার ‘কান’-এ যেতেই নতুন করে কানাঘুষো শুরু রাই-সুন্দরীকে নিয়ে। সে চর্চা নিজেই উস্কে দিলেন বচ্চন পরিবারের বউমা।
বরাবরই ‘কান’-এ সকলের নজরে থাকে ঐশ্বরিয়ার সাজ। প্রতি বছরই তাতে নিত্যনতুন চমক নিয়ে হাজির হন অভিনেত্রী। কোনও বার নজরকাড়া গাউনে, কখনও বেগুনি লিপস্টিকে, কখনও বা গয়নার কায়দায় রীতিমতো চর্চায় থাকেন রাই-সুন্দরী। তাতেই যেন এবারে ছন্দপতন! ফ্যাশন-সচেতন অনুরাগীদের চোখে কেমন যেন অদ্ভুত ঠেকেছে ঐশ্বরিয়ার সাজ। আর তাতেই ফের নতুন করে জল্পনার সূত্রপাত।
আবারও মা হতে চলেছেন সাবেক বিশ্ব সুন্দরী ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন! সামাজিক যোগাযোগমাধ্যমে ঐশ্বরিয়াকে নিয়ে শুরু হয়েছে এই নতুন গুঞ্জন। এদিকে, কান উৎসবের ৭৫তম আসর শেষ গতকাল রোববার (২২ মে) ভারতে ফিরেছেন স্বামী অভিষেক, মেয়ে আরাধ্যা ও ঐশ্বরিয়া।
কানে ঢিলেঢালা পোশাক পরে অংশ নেয়ার পরই ঐশ্বরিয়াকে ঘিরে শুরু হয়েছে অন্তঃসত্ত্বার গুঞ্জন। একদিনের ব্যবধানে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। সবশেষ, ২০১৮ সালে শেষবার সিনেমায় অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। সিনেমার পর্দায় সেভাবে দেখা না গেলেও এবছর কান চলচ্চিত্র উৎসবে হাজির হন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।