দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।ইন্ডিয়ান বক্স অফিসের তথ্যমতে, তামিল সংস্করণে ২৭.৬ কোটি, তেলেগুতে ৩.৪৫ কোটি, হিন্দিতে ২.৮৫ কোটি এবং মালয়ালাম ইন্ডাস্ট্রি থেকে ৭০০ লাখ রুপি আয় করে সিনেমাটি।
কাল্কি কৃষ্ণমূর্তির লেখা ‘পন্নিইন সেলভান’ উপন্যাস থেকে সিনেমা নির্মাণের চেষ্টা তামিল ইন্ডাস্ট্রি চালিয়ে যাচ্ছিল সেই পঞ্চাশের দশক থেকে। কিন্তু সম্ভব হয়নি। ‘পন্নিইন সেলভান’ উপন্যাসে মূলত প্রাচীনকালের চোলা সম্প্রদায়, রাজমহলের ক্ষমতা দখলের চক্রান্ত এসব ঐতিহাসিক ঘটনার বর্ণনা উঠে এসেছে।
গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটির তামিল সংস্করণ ভালো সাড়া ফেলেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সিনেমাটি তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালাম এবং কন্নড় ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। বলিউড বক্স অফিসের তথ্য অনুযায়ী, সিনেমাটি প্রথম ২ দিন সারাবিশ্বে আয় করেছে ৭০ কোটি রুপি। আয়ের বড় একটি অংশ তামিল সংস্করণ থেকে এসেছে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। সিনেমাটিতে ঐশ্বরিয়া-বিক্রম ছাড়াও আরও অভিনয় করেছেন- কার্তিক, জয়ম রবি এবং শোভিতা ধুলিপালা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।