বলিউড নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউতের বেফাঁস মন্তব্য তার পুরোনো অভ্যাস। খুব কম তারকাই তার সমালোচনার হাত থেকে রেহাই পেয়েছেন। অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখলে তার উদাহরণ চোখে পড়বে।
সোমবার রাতে মুম্বাইতে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এ আসরে বেশ ঝলমলে পোশাকে উপস্থিত ছিলেন আলিয়া ভাট। একাই গেছেন সেখানে, স্বামী রণবীর কাপুরকে দেখা যায়নি।
অনুষ্ঠানে আলিয়া যেমন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিজে গ্রহণ করেছেন, তেমনি রণবীরের পক্ষে দাদাসাহেব ফালকে নিতে স্টেজে উঠেছেন তিনি। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর।
আর তা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না কঙ্গনা। নাম না ধরে তারকা সন্তানদের উদ্দেশে তোপ দাগলেন তিনি। শুধু তাই নয়, তার বিচারে কারা পুরস্কার পাওয়ার যোগ্য সেই তালিকাও প্রকাশ করলেন।
ওই অনুষ্ঠানে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আলিয়ার স্বামী রণবীর কাপুর। আবার ক্রিটিক্স চয়েস বেস্ট অ্যাক্টর পেয়েছেন বরুণ ধাওয়ান। বিষয়টা নজর এড়ায়নি কঙ্গনার।
তিনি টুইটারে লেখেন, পুরস্কারের মৌসুম এসেছে এবং যোগ্য পুরস্কার প্রাপকদের থেকে যাবতীয় পুরস্কার ছিনিয়ে নিতে নেপো মাফিয়ারাও সেখানে হাজির হয়েছে। বোঝাই যাচ্ছে, কঙ্গনার নিশানায় রয়েছেন আলিয়া বা রণবীরের মতো তারকারা।
এরপর কঙ্গনা লিখেছেন, বলিউডের পুরস্কারগুলো লজ্জাজনক। কোনোদিন কাজের ফাঁকে সময় পেলে এ রকম সব যোগ্য দাবিদারদের নামের তালিকা প্রকাশ করব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।