এবার হলিউডে যাচ্ছেন রণবীর কাপুর! এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে। রণবীর কাপুর, শক্তিশালী অভিনেতাদের নাম নিলে তার নামটিও আগে চলে আসে। রকস্টার, সাঞ্জু, রাজনীতির মতো দারুণ সব সিনেমার প্রাণ ছিলেন তিনি।
সবসময় তাকে ঘিরে কোনো না কোনো বিষয়ে বলিউডপাড়ায় আলোচনা চলতেই থাকে। সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে গুঞ্জন দানা বেঁধেছে। রণবীরের ভক্তরাও সত্যিটা জানতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন।
ওই সাক্ষাৎকারে রনবীর জানিয়েছেন, ‘নিজের ভাষা ও সংস্কৃতির হাত ধরেই সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানো সম্ভব। বিষয় যদি নিজের ঐতিহ্যের প্রতিফলন হয়, তা মানুষের মনকে স্পর্শ করতে বাধ্য।’ রণবীরের এই বক্তব্য নিয়ে বলিউড পাড়ায় কানাঘুষা চলছে।
১৪ এপ্রিল মহেশ কন্যা আলিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণবীর। বিবাহিত জীবনের দু’মাস কেটে যাওয়ার পরে, কেমন কাটছে রণলিয়ার দাম্পত্য তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।
আলিয়া এখন ওটিটি প্ল্যাটফর্মের এক সিরিজের কাজে লন্ডনে শ্যুটিং-এ ব্যস্ত। বিবির হলিউডে পাড়ি, উৎসাহ বাড়িয়েছে মিঞার, এমনটাও মনে করছেন কেউ কেউ।আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’।
এই ছবিই এখন রণবীরের পাখির চোখ। অমিতাভ বচ্চন ও মৌনী রায়কেও দেখা যাবে এই ছবিতে। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।