বেশ কিছুদিন থেকেই বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে যে বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের সুখের সংসারে বাজছে ভাঙনের সুর। বিচ্ছেদের পথে হাঁটছেন এই দুই তারকা।

শুরুর দিকে এসব গুঞ্জনে পাত্তা দেননি তারা। তবে দিন যত যাচ্ছিল, এসব খবর প্রকাশ তত তীব্র হচ্ছিল। এবার এসব বিষয়ে অকপট জবাব দিয়েছেন স্বয়ং দীপিকা। তিনি বলেছেন, ‘রণবীর একটা অনুষ্ঠানের জন্য দেশের বাইরে গিয়েছিল।

বাড়ি ফিরতেই আমাকে জড়িয়ে ধরে বলল, কতদিন দেখিনি তোমায়। আমাদের এই প্রেম রোজ বাড়ছে। কে বলেছে আমরা আলাদা হতে চাই!’ ভালোবাসার সংসারে রয়েছে তারা। তিক্ততা গ্রাস করতে পারেনি তাদের।

রণবীর বিভিন্ন অনুষ্ঠান থেকে সব জায়গায় বলে যে দীপিকা হলেন তার ঘরে লক্ষ্মী। কার্টিয়ার-এর ‘নতুন রাষ্ট্রদূত’ হিসেবে ঘোষণা হওয়ার পর, ওই ব্র্যান্ডের একটি হীরের নেকলেস পরা দীপিকা পাড়ুকোনের ছবি শেয়ার করা হয়েছে ব্র্যান্ডের সামাজিক মাধ্যমের দেয়ালে।