বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাট। একের পর হিট সিনেমা উপহার দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি আলিয়াকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে বিস্ফোরণ মন্তব্য করেছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

তিনি জানান, ‘একটার পর একটা ভালো কাজের সুযোগ পেয়েছেন আলিয়া। তাকে এই সুযোগ দিয়েছেন করন জোহর। তিনিই আলিয়ার গডফাদার। আর এ কারণেই আলিয়ার প্রতিষ্ঠা পাওয়া সহজ ছিল।’

মুম্বাইয়ের আরও একটি বিনোদন মাধ্যমকে সাবেক বিশ্বসুন্দরী জানিয়েছেন, ‘একজন অভিনেতা যখন জানতে পারেন, তার জন্য সামনে অনেক ভালো কাজের সুযোগ অপেক্ষা করছে, তখন তার কাছে সেটি খুবই আনন্দের।

আমি আলিয়াকে বলেছি, এটা ওর জন্য দারুণ ব্যপার। কারণ, তার ক্যারিয়ারের শুরু থেকেই করন জোহর তার পাশে আছেন, তাকে সুযোগ দিচ্ছেন।’