বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ অবশেষে শর্ত সাপেক্ষে বিদেশ ভ্রমণের অনুমতি পেয়েছেন। গতকাল শনিবার (২৮ মে) দিল্লির একটি আদালত জ্যাকলিনের আবেদন মঞ্জুর করে কয়েকটি শর্ত দেন।

এ বিষয়ে অতিরিক্ত দায়রা জজ প্রবীণ সিং বলেন, তথ্য ও পরিস্থিতি বিবেচনায় এই আবেদন মঞ্জুর করা হলো। আবেদনকারীকে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করার অনুমতি দেয়া হলো।

এ সময়ে তার বিরুদ্ধে জারি করা এলওসি স্থগিত থাকবে। তবে বিদেশ ভ্রমণের আগে জ্যাকলিনকে ৫০ লাখ রুপি জমা রাখতে বলেছেন আদালত।

দেশে ফেরার গ্যারান্টি হিসেবে এই অর্থ জমা দিতে হবে তাকে। শর্ত আরোপের বিষয়ে আদালত বলেন, আবেদনকারীকে অঙ্গীকারনামাসহ ৫০ লাখ রুপির এফডিআর জমা দিতে হবে। যদি আবেদনকারী দেশে না ফেরেন, তাহলে এই অর্থ ফেরত দেয়া হবে না।

তাছাড়া আবেদনকারীকে ভ্রমণের সমস্ত কাগজপত্র ও ফোন নম্বর জমা দিতে হবে। দেশে ফেরার পর তদন্তকারী সংস্থাকে বিষয়টি জানাতে হবে।