বলিউডের বিগ বি অমিতাভ বাচ্চন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ১৯৭৮ সালে ‘ডন’ সিনেমা দেখতে আসা লোকজনের লম্বা একটি টিকিটের লাইনের সাদা-কালো একটি ছবি শেয়ার করেছেন তিনি।
ছবির সঙ্গে অমিতাভ বাচ্চন ক্যাপশনে লিখেছেন, ডন-এর অগ্রিম টিকিট বুকিংয়ের লাইন। এই লাইন মাইল খানেক লম্বা ছিল। ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা। আজ থেকে ৪৪ বছর আগে।’
এ অভিনেতা আরও লিখেছেন, ‘সেই বছরই আরও বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। ডন, কসমে ওয়াদে, ত্রিশুল, মুকাদ্দর কা সিকান্দর, গঙ্গা কি সুগন্ধ। এক বছরে পাঁচটা ব্লকবাস্টার হিট সিনেমা।
এগুলোর মধ্যে কয়েকটি ৫০ সপ্তাহেরও বেশি হলে চলেছিল। সেগুলোও একটা দিন ছিল।’ স্মৃতির পাতা থেকে অভিনেতার সোনালী মুহূর্তের দিনগুলো শেয়ার করতেই আবেগপ্রবণ হয়ে ওঠেন নেটিজেনরা। যদিও পুরনো সেই দিনের একাধিক ছবি নেটমাধ্যমের পাতায় প্রায়শই শেয়ার করেন অভিনেতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।