সম্প্রতি বলিউড তারকা অক্ষয় পত্নী টুইঙ্কেল খান্নার একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। ভিডিওতে সেখানে দেখা যাচ্ছে সপ্তাহের প্রতিটা দিন কেমন আনন্দে উদযাপন করেন তিনি, কিন্তু পিরিয়ড হলে দিনটা একদম আলাদা।
তিনি জানান, ঋতুস্রাবের প্রথমদিন যাওবা কর্মক্ষমতা কিছুটা থাকে, দ্বিতীয় দিন সব শেষ। শারীরিক-মানসিক কষ্টে ভুগে কাহিল দশা। তা সত্ত্বেও ওইদিন সব কাজ গুছিয়ে করা, হয় বাড়ির কাজ নয়তো অফিসের- সবার মন জুগিয়ে চলা কম বড় চ্যালেঞ্জ নয় মেয়েদের কাছে। প্রতি মাসেই আসে নির্দিষ্ট সেই দিনগুলো।
তার ওপর সমাজ হাজারো প্রতিবন্ধকতা আরোপ করেছে, ধর্মস্থান, রান্নাঘরে ঢোকা নিষেধ। যেন সে কোনোগহীন অপরাধ করে ফেলেছে। টুইঙ্কেল আরও যুক্ত করেন, ‘যদি পুরুষদেরও পিরিয়ড হত? আমি নিশ্চিত যে সেটি একটি উপভোগ্য বিষয় হত। পায়ের উপর পা তুলে বসে দেখতাম আমরা মেয়েরা। বেশি নয়, এই এক-দু’মাস মতো এই অভিজ্ঞতা পুরুষদেরও হোক।’
শুধু যে নিজের শারীরিক বা মানসিক পরিবর্তন তা কিন্তু নয়, এ সময় একজন নারীকে হতে হয় নানা ধরনের বাধার সম্মুখীনও। ঋতুস্রাব চলাকালীন একজন নারীর থাকে নানা প্রতিবন্ধকতা। এটা করা যাবে না ওটা করা যাবে না যেন খুব কঠিন বা ছোঁয়াচে কিছু বয়ে বেড়াচ্ছে একজন তার শরীরে। তার ওপর পেট, কোমর ব্যথা ও মুড সুইং তো থাকেই।
পিরিয়ড নিয়ে টুইঙ্কেল এর এমন পোস্ট ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ও। সবাই তাকে এ নিয়ে সমর্থন জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘পুরুষদের পিরিয়ড হলে সে সময় দু’দিন করে ছুটি বাধ্যতামূলক করে দেওয়া হত।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।