বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির নৃত্যকৌশল নিয়ে প্রশ্ন তোলার মতো মানুষ খোঁজ পাওয়া বিরল। নাচের সময় তার শরীরী ভাষায় বুদ হয়ে থাকেন দর্শকরা। এবার গোলাপি বিকিনি পরেই সমুদ্রসৈকতে নেচে ঝড় তুললেন তিনি।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন নোরা। ভিডিওটি থাইল্যান্ডের একটি সমুদ্রসৈকতে শুট করা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, ২ পুরুষ সঙ্গীকে সঙ্গে নিয়ে সমুদ্রসৈকতেই উদ্দাম নাচে মেতেছেন অভিনেত্রী। সমুদ্রের দিক থেকে আসা হাওয়াতে চুল উড়ে যাতে নাচে ব্যাঘাত না ঘটে, সেই কারণে চুলও বেঁধে নিয়েছেন তিনি।
সমুদ্র সৈকতের পাশাপাশি রিসোর্টের সুইমিং পুলের কাছেও একটি গানে কোমর দোলাতে দেখা গেছে নোরাকে। সেই নাচের ভিডিওতেও লাস্যময়ী রূপে দেখা গিয়েছে তাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।