কাশ্মীরে সিনেমার শুটিং করতে গিয়ে বড় দুর্ঘটনার কবলে পড়লেন দক্ষিণী সিনেমার নায়িকা সামান্থা রুথ প্রভু এবং বিজয় দেভেরাকোন্ডা। শুটিং সেটে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন তারা।

সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। দেভেরাকোন্ডার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ‘কাশ্মীরের পেহেলগাম এলাকায় সামান্থা এবং বিজয় একটি স্টান্টের দৃশ্য শুট করছিলেন,

তখনই দুর্ঘটনায় পড়েন দক্ষিণী এই দুই অভিনেতা।’ তবে রোববার (২২ মে) দুর্ঘটনার পর আবারও শুটিং শুরু করেন দুই অভিনেতা। পিঠে ব্যথা নিয়েই শুটিং চালিয়ে গেছেন সামান্থা ও বিজয়। বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে শুট করছেন তারা।

তিনি আরও বলেন, দৃশ্যটি খুবই কঠিন ছিল। লিডার রিভারের ওপরের দড়ির ব্রিজ দিয়ে গাড়ি চালাতে হয়েছিল দুজনকে। সেই সময় দড়ি ছিঁড়ে যায়। গাড়িসহ তারা পড়ে যান নদীতে। তাতে তাদের পিঠে আঘাত লাগে। তবে দ্রুতই তাদের উদ্ধার করা হয়।

তবে রোববার দুর্ঘটনার পর ফের শুটিং শুরু করেন দুই অভিনেতা। পিঠে ব্যথা নিয়েই শুটিং চালিয়ে গেছেন সামান্থা ও বিজয়। বর্তমানে কঠোর নিরাপত্তার মধ্যে শুট করছেন তারা।