দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবনে আলোচনার শেষ নেই। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন নাগা চৈতন্য ও সামান্থা।

তাদের বিবাহ বিচ্ছেদ যেন সামান্থার অনুরাগী সংখ্যা ক্রমশ বাড়িয়ে তুলেছে। কিন্তু এবার সামান্থার কাজ বা দাম্পত্য নয়। আলোচনায় এলো তার ভবিষ্যৎ। ভাগ্যে বিশ্বাসী সামান্থা তার জ্যোতিষী কল্পেশ শাহর প্রতি আস্থাশীল।

তিনি যা বলেন সামান্থা তাই শোনেন। কল্পেশের ভবিষ্যতবাণী বলছে, সামান্থার আবার বিয়ে হবে। তবে কিছু দিন পর। তার ওপর এখন বৃহস্পতি সহায়। সঙ্গে আছে বুধ আর রাহু।

জ্যোতিষী কল্পেশ শাহর মতে, সামান্থার ভবিষ্যৎ উজ্জ্বল। তার কাজে তিনি দারুণ সাফল্য পাবেন। সামান্থার প্রেম আর বিয়ে হবে দূরের কোনো মানুষের সঙ্গে।

এই প্রেম তাকে সান্ত্বনা দেবে। তৃপ্ত করবে। সামান্থাকে শেষ দেখা গিয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। সেখানে অল্লু অর্জুনের সঙ্গে ‘উ অন্তভা’ গানে সবাইকে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী।

মাত্র মিনিট তিনেকের গানের জন্য পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। আপাতত তার ছবি ‘যশোদা’ আর ‘শকুন্তলম’ দেখার জন্য দর্শকরা উন্মুখ।