ভারতের বক্স অফিসে তৃতীয় শনিবারেও অপ্রতিরোধ্য শাহরুখের ছবি। ধীরে ধীরে ভারতীয় মুদ্রায় ১০০০ কোটির ক্লাবের দিকে এগোচ্ছে ‘পাঠান’। শাহরুখের সামনে ইতিহাস গড়ার হাতছানি।
মুক্তির ১৮ দিন পরেও ‘পাঠান’ নিয়ে দর্শকদের উন্মাদনা একবিন্দু কমেনি। তার প্রমাণ শাহরুখ-দীপিকার ছবির সাম্প্রতিক বক্স অফিস রিপোর্ট।
শুক্রবারের তুলনায় শনিবার ছবির কালেকশন এক লাফে বেড়েছে। তৃতীয় শুক্রবারের তুলনায় শনিবার মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দুই জায়গাতেই ‘পাঠান’-এর টিকিট বিক্রির হার প্রায় ৫০% বেড়েছে। তৃতীয় শনিবারে এই ছবি ভারতের বাজারে ১১ কোটি টাকা আয় করেছে, যা এক কথায় অনবদ্য। বেশিরভাগ ছবি যেখানে ওপেনিং ডে-‘তেও ডবল ডিজিট আনতে ব্যর্থ হয়, সেখানে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছেন শাহরুখ-দীপিকারা।
এখনও পর্যন্ত ভারতের বক্স অফিসে পাঠান-এর হিন্দি সংস্করণ আয় করেছে ভারতীয় মুদ্রায় ৪৫৯.২৫ কোটি টাকা। অন্যদিকে তামিল ও তেলেগু ভার্সন মেলালে সেই আয় দাঁড়াবে ৪৭৬.০৫ কোটি টাকা। অর্থাৎ ধীরে ধীরে ৫০০ কোটির দিকে এগিয়ে চলেছে ‘পাঠান’।
এদিন টুইট বার্তায় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, ‘ফর্মে ফিরল পাঠান। তৃতীয় শনিবার বড় লাফ দেখা গেল কালেকশনে। ন্যাশন্যাল চেইনস (মাল্টিপ্লেস)-এ আয় বেড়েছে নির্দিষ্ট গতিতে (শুক্রবার ২.৫৪ কোটি, শনিবার ৪.৮৫), তবে সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত রেজাল্ট। শুক্রবার পাঠানের কালেকশন ছিল ৫.৭৫ কোটি, শনিবার ১১ কোটি। মোট আয় ৪৫৯.২৫ কোটি’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।