বলিউড প্লে ব্যাক সিঙ্গার কেকে-র আচমকা মৃত্যু নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি শুরু হয়ে গেছে। রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা বিজেপি ও কংগ্রেসের। বিজেপির পুরো দায় রাজ্য সরকারের ঘাড়ে চাপায়েছে। অন্যদিকে কংগ্রেস গোটা ঘটনার তদন্তের দাবি করেছে।
অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তীর! এই পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি, ‘কেকে-কে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটা হত্যা।
অপরাধবোধ থেকেই গান স্যালুট দিয়েছে সরকার।’ বৃহস্পতিবার (২ জুন) সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘একটা লোককে হত্যা করা হল।
অমিত শাহ বলেছিলেন, বাংলায় গেলে মারা যেতে পারেন। বাংলায় এসে লোকটা বেঘোরে মারা গেলেন। এটা কলেজের অনুষ্ঠান নয়, তৃণমূল পার্টির অনুষ্ঠান। ওরা লোক জড়ো করেছে। নেতারা আয়োজন করেছেন।
কনসার্টের পরই অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউড সিঙ্গার কেকে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। এই ঘটনায় বিজেপি নেতা দিলীপ ঘোষ সরাসরি নিশানা করেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। দিলীপ ঘোষের কথায় তারকাদের যাথাযথ সুরক্ষা দিতে ব্যার্থ প্রশাসন। গোটা অনুষ্ঠানের ওপর প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ ছিল না। চূড়ান্ত অব্যবস্থা তৈরি হয়েছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।