বিতর্ক যেন পিছু ছাড়ছে না একতা কাপুরের। ওয়েব সিরিজ ‘ট্রিপল এক্স’ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একতা কাপুর প্রযোজিত এই ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্য ও ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ ছিল।

ওই ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্য দেখানোর প্রসঙ্গে শুক্রবার (১৪ অক্টোবর) মামলার শুনানি হয়।

এদিন ভারতীয় সুপ্রিম কোর্ট জানায়, যুব সমাজকে কলুষিত করছেন প্রযোজক। সুপ্রিম কোর্টের আইনজীবী অজয় রাস্তোগী এবং সিটি রবিকুমার বলেছেন, ‘কিছু একটা করা প্রয়োজন।

আপনি দেশের যুব সমাজকে কলুষিত করছেন। এটি সবাই দেখতে পারেন। আপনি দর্শককে কী বেছে নিতে বলছেন?’ উল্লেখ্য, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর অল্‌ট্ বালাজির পর্দায় মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব মুক্তি পায় ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর থেকেই বিতর্ক শুরু।