অতিরিক্ত কাজের চাপে নাজেহাল হয়ে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চাপ সামলাতে না পেরে কাজ নিয়ে অভিযোগ করেছিলেন তিনি। আর সেটার পরিণামে কপালে জুটেছিল চড়! আর সেটা মেরেছিলেন বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। দিলওয়ালে ছবির প্রমোশনে গিয়ে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের কথা মনে করেছিলেন অভিনেতা। তিনি বলেছিলেন, এক একদিনে তিনি তিনটি করে শিফট করতেন তখন। ক্লান্ত হয়ে যেতেন এত কাজের চাপে। একবার নাকি এত কাজ দেখে তিনি অভিযোগ করে ফেলেছিলেন। শেষ না হতে চাওয়া কাজের চাপে তিনি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আর তখন নাকি সরোজ খান এসে তার মাথায় গাট্টা মেরেছিলেন। যদিও সেটা মজা করেই এবং আলতো করে।
সেই সময়ের কথা মনে করে শাহরুখ বলেন, উনি এখানে থাপ্পড় মেরেছিলেন। (মাথার পিছন দিকটা দেখিয়ে বলেন) তারপর বলেছিলেন বাবু একটা কথা মনে রাখবে শিল্পী হিসেবে কখনও অভিযোগ করবে না যে কাজ বেশি বা কম। কারণ যখন কাজ থাকে না সেটা আরও অনেক বড় অভিযোগ। সব জিনিস নিয়ে অভিযোগ জানিও, কিন্তু এটা নিয়ে নয়। তাই আমি সবসময় চেষ্টা করি, যতটা পারি, আমার দ্বারা যতটা সম্ভব ততটা করে নিতে।
২০২০ সালে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে সরোজ খান চলে যান। শাহরুখ তাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, এই ইন্ডাস্ট্রিতে উনি আমার প্রকৃত শিক্ষক ছিলেন। তিনি আমায় শিখিয়েছিলেন কী করে নাচ করতে গিয়ে ডিপ করতে হয়। নাচতে হয়। আমার দেখা অন্যতম আদুরে, ভালোবাসার মানুষ ছিলেন, যিনি সবসময় অনুপ্রেরণা জোগাতেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।