ভারতের প্রেক্ষাগৃহে গত শুক্রবার (৯ সেপ্টম্বর) থেকে চলছে অয়ন মুখার্জী পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবি। নতুন এই ছবিটি দেখেছেন বলিউডের সাহসী আর স্পষ্টভাষী নায়িকা কঙ্গনা রানাওয়াত। আর তা দেখেই বেশ হতাশ হয়েছেন এই অভিনেত্রী।
সিনেমাটি নিয়ে নিজের ইনস্টাগ্রামে সমালোচনা করেছেন কঙ্গনা। তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এ রকম অবস্থা তখনই হয়, যখন কেউ মিথ্যে বেচার চেষ্টা করে। করণ জোহর প্রতিটা শোতে রণবীর কাপুর ও আলিয়া ভাট যে সবচেয়ে সেরা অভিনেতা, সবাইকে তা বলতে বাধ্য করে। পরিচালক অয়ন মুখার্জিকে প্রতিভাবান বলাতেও বাধ্য করে।’
কঙ্গনা অভিযোগ করেছেন, দুজনে মিলে পৌরাণিক নাটকের মাধ্যমে ধর্মীয় ভাবনা শোষণ করার চেষ্টা করেছে। এই বলিউড তারকা আরও বলেন, ‘যারা অয়ন মুখার্জিকে প্রতিভাবান বলে আখ্যা দিচ্ছেন, তাদের সবার আগে জেলে পাঠানো উচিত। ছবিটি নির্মাণ করতে ১১ বছর লেগেছে। ৬০০ কোটি পুড়িয়ে ছারখার করে দিয়েছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।