এরইমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন শিশুশিল্পী মারিয়া রিদা নিজাম। সেই তালিকায় থাকা একটি বিস্কুটের বিজ্ঞাপন তাকে দর্শকমহলে পরিচিত করে তুলেছে। যেখানে তাকে টোকাই হিসেবে অভিনয় করতে দেখা যায়। এই বিজ্ঞাপনে মারিয়ার ভাই হিসেবে অভিনয় করতে দেখা যায় আরেক শিশুশিল্পী সানজিদকে। বিজ্ঞাপনে মারিয়ার ‘ভাই ক্ষিধা লাগছে, খামু না’ ডায়লগটি দর্শক হৃদয় নাড়া দিয়েছে।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মারিয়া এরইমধ্যে এক ডজনের মতো বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়া সম্প্রতি তিনি জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের সাথে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনে কাজ করেছে। দিনাজপুরের চিরিরবন্দরে ধারণ করা এই বিজ্ঞাপনটি শিগগিরই প্রচার শুরু হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন নির্মাতা রেহান জুয়েলের হাত ধরে যাত্রা শুরু করা এই শিশুশিল্পী বিজ্ঞাপনের পাশাপাশি নাটক-সিনেমায়ও কাজের ইচ্ছে প্রকাশ করেন। এ জন্য নিজেকে প্রস্তুত করছেন এই খুদে শিল্পী। শুধু অভিনয় নয়, এরইমধ্যে তিনি আবৃত্তি, গান ও নৃত্যেও বেশ দখল নিয়েছেন। মারিয়া বলেন, ‘অভিনয় করতে আমার খুব ভালো লাগে। অভিনয়ের মাধ্যমেই আমি সবার কাছে পরিচিতি পেয়েছি। সবাই আমাকে খুব স্নেহ করে। আমার অনেক ইচ্ছে ভালো অভিনেত্রী হওয়ার।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপন জগতে দক্ষতার পরিচয় দেওয়া মারিয়া রিদা নিজামের বাড়ি নীলফামারির সৈয়দপুর উপজেলার হাওয়ালদার পাড়ায়। বাবা ইমরান নিজাম পেশায় একজন ব্যবসায়ী। মা সামা ইমরান একজন নারী উদ্যোক্তা। দুই ভাইবোনের মধ্যে মারিয়া বড়। বাবা-মায়ের আগ্রহের কারণেই মারিয়ার শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপন জগতে পদার্পণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।