ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘দামাল’ শুক্রবার যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে মুক্তি চূড়ান্ত হয়েছে। এবার জানা গেলো অস্ট্রেলিয়ায় ‘দামাল’ মুক্তির খবর।
আসছে শুক্রবার (১৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার ৭টি শহরে মুক্তি পেতে যাচ্ছে ‘দামাল’। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এমনটাই জানা গেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘দামাল’ পরিবেশনায় আছে দেশী ইভেন্টস এবং পথ প্রোডাকশনস।
এরইমধ্যে অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে। দেশী ইভেন্টসের ওয়েব সাইট DeshiEvents.com.au থেকে দর্শক ‘দামাল’ এর টিকেট কিনতে পারছেন। গত ২৮ অক্টোবর বাংলাদেশে মুক্তি পেয়েছে সিনেমা ‘দামাল’।
ছবিটি মুক্তির পর দর্শকের প্রশংসা কুড়িয়েছে। মুক্তিযুদ্ধের সময়কার গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দামাল’।
ছবির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, সামিয়া অথৈ, ইন্তেখাব দিনার প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।