শিশুশিল্পী থেকে বর্তমান সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তিনি নানা সময় নিজের ওজন নিয়ে সোস্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার হন।

বিষয়টি নিয়ে এতো দিন চুপ থাকলেও এবার মুখ খুললেন দিঘী। ওজন নিয়ে প্রশ্ন তোলা মানুষদের কড়া জবাব দিলেন তিনি। রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ প্রসঙ্গে দীঘি ফেসবুকে লেখেন, ‘প্রত্যেকে আমার ওজন নিয়ে খুব চিন্তিত!

তারা আসলে ভুলে গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক না।’ এই অভিনেত্রীর পোস্টটিতে তার পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি কার্যত এসব কথাকে পাত্তাই না দিতে বলেছেন।