চিত্রনায়িকা অপু বিশ্বাস মিডিয়ার কাজে এখন সক্রিয়। তবে অভিনয়ের চেয়ে মঞ্চের অনুষ্ঠানেই বেশি ব্যস্ত তিনি। গত এক মাসে অনেকগুলো স্টেজ অনুষ্ঠানে পারফরম করতে দেখা গেছে তাকে। পাশাপাশি সিনেমার অভিনয়ের ব্যস্ততাও বৃদ্ধি পাচ্ছে এ চিত্রনায়িকার।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে গত এক মাস ধরে নিয়মিত মঞ্চে পারফরম করছি। তা ছাড়া অভিনয়ের ব্যস্ততাও বৃদ্ধি পেয়েছে। সব মিলে বেশ ভালো সময় পার করছি এখন। করোনার কারণে গত দুই বছরের বেশিরভাগ সময় অলস বসে থাকতে হয়েছে। আশা করছি সেই দুর্যোগকাল যেন আর না আসে। আগামীর সময়গুলো কর্মমুখর থাকতে চাই।
এদিকে সিনেমার অভিনয়ের কারণেও ফুরফুরে মেজাজে আছেন অপু বিশ্বাস। গত মাসে তার অভিনীত ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ-২’ নামের সিনেমাটি মুক্তি পায়। এ ছাড়া সোলায়মান আলী লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। দ্বীন ইসলামের পরিচালনায় ‘ট্র্যাপ’ নামের একটি নতুন সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন এ চিত্রনায়িকা। অন্যদিকে গত বছর সরকারি অনুদানে নির্মিত বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ নামের সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় আছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।