এবার ট্রেলারে চমকে দিলেন অভিনেত্রী শুভশ্রী। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে অভিনেত্রীর লুক দেখে আগেই দর্শকদের তুমুল কৌতূহল জন্মেছিল।
বিয়ের পর সিনেমার পর্দায় প্রত্যাবর্তন করেই একের পর এক চমক দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ সব সিনেমায়ই নতুন নতুন অবতারে পর্দায় এসে অনুরাগীদের চমকে দিয়েছেন তিনি। এবার সিরিজে পা রাখলেন অভিনেত্রী। এতে তার রূপে দেখা গেছে বড়সড় পরিবর্তন। প্রস্থেটিকের সাহায্যে বৃদ্ধার বেশ ধারণ করেছেন তিনি। আর তাতেই বাজিমাত করেছেন টলিউড সুন্দরী। কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে ওয়েব সিরিজে রূপ দিচ্ছেন দেবালয়। সেই সিরিজেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। হইচইয়ে দেখা যাবে এই সিরিজ। টিজারে ইন্দুবালার হাতের জাদুর পাশাপাশি অতীতে টানাপড়েনের কাহিনি দেখানোরও আভাস দিয়েছেন পরিচালক। যাতে ঠাঁই পেয়েছে দেশ ছাড়ার ইতিহাস, স্বজন হারানোর যন্ত্রণা। এর পাশাপাশি বাঙালির একান্ত আপন রসনাতৃপ্তির নানা কাহিনিও দেখা যেতে পারে।
দেবালয় ভট্টাচার্যের সঙ্গে প্রথম কাজ অভিনেত্রীর। অভিজ্ঞতা কেমন, এ প্রশ্ন করতেই শুভশ্রী বলেন, “ওরে বাবা! একদিন তো শুটিং ফ্লোরেই স্ক্রিপ্ট ছিঁড়ে ফেলে দিয়েছিল। তারপর সেখানে বসেই নতুন করে স্ক্রিপ্ট লিখে অভিনয় শুরু হয়। কাজের মাঝে আড্ডা দিইনি। বাকি জিনিস দেখতাম। আমি নিজেও রান্নাঘর গোছাতাম, কারণ ওটা তখন আমার হয়ে গেছে।”
কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ অবলম্বনেই এই ওয়েব সিরিজ বানিয়েছেন পরিচালক দেবালয়। অল্পবয়সী ইন্দুবালার চরিত্রে অভিনয় করেছেন পারিজাত চৌধুরী। এতে শুভশ্রী, পারিজাত ছাড়াও অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, স্নেহা চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে হইচইয়ে মুক্তি পাবে শুভশ্রীর এই সিরিজ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।