গত কয়েক মাসে কলকাতার বেশ কজন মডেল-অভিনেত্রী আত্মহত্যা করেছেন। এবার ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য। সোমবার (৮ আগস্ট) রাতে নিজের বাসায় আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
শৈবাল ভট্টাচার্য রক্তাক্ত অবস্থার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মাতাল হওয়ায় এ সময় তার কথা জড়িয়ে যাচ্ছিল। ভিডিওতে শৈবাল বলেন—‘আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলাম। এর জন্য আমার স্ত্রী, শাশুড়ি এবং…।’ এরপর ভিডিওটি শেষ হয়ে যায়।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পেশাগত দিক থেকে দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছেন শৈবাল ভট্টাচার্য। গতকাল মদ্যপ অবস্থায় নিজের মাথা ও ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
পরে গুরুতরু আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ অভিনেতার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।