অল্প কয়েক দিনের মধ্যেই সেন্সরে যাচ্ছে সুচরিতা ও শিপন মিত্র অভিনীত রফিক সিকদার পরিচালিত সিনেমা ‘বসন্ত বিকেল’। সিনেমাটির গল্প মূলত মা ও ছেলেকে কেন্দ্র করে- এমনটিই জানালেন এই সিনেমার নায়ক শিপন মিত্র।
শুটিংয়ের বাইরে ১ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ডাবিং করতে আসেন চলচ্চিত্রের নন্দিত নায়িকা সুচরিতা। ডাবিং চলাকালীন শিপন জানতে পারেন বিষয়টি। তখনই সব কাজ ফেলে তিনি সুচিরতার সঙ্গে দেখা করতে আসেনি
আরো পড়ুন: পাঁচদিন পর দিনাজপুর সীমান্তে ছেলেন লাশ পেলো পরিবার
হাঙরের মুখোমুখি হয়েছিলেন মেহজাবীন
রাত তখন প্রায় ৯টা। সুচরিতা তখন ডাবিং রুমের ভেতরে। শিপন অপেক্ষা করছিলেন। ডাবিং শেষে সুচরিতা বেরিয়ে এলেন। সূচরিতাকে দেখামাত্রই শিপন উঠে দাঁড়িয়ে সালাম জানালেন।
শিপন মিত্র প্রসঙ্গে সুচরিতা বলেন, শিপন লক্ষ্মী একটা ছেলে। তার বিনয় আমাকে মুগ্ধ করেছে। অভিনয়টাও মন দিয়ে করার চেষ্টা করে। আমার কাছে মনে হয় আগামীতে শিপন অনেক ভালো করবে।
শিপন মিত্র বলেন, চলচ্চিত্রে আসলে এখনো আমি নতুনই বলব। রাজ্জাক স্যার, কবরী ম্যাডাম, শাবানা ম্যাডাম, আলমগীর স্যার, ববিতা ম্যাডাম, সুচরিতা ম্যাডাম, তারা যেভাবে অবদান রেখে গেছেন, আমরা সেই অবদানকে অবলম্বন করেই এগিয়ে চলেছি আগামীর পথে।
প্রতিনিয়ত অভিনয় শিখছি। সুচরিতা ম্যাডামের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এটি যেন অনেক বড় প্রাপ্তি আমার জীবনে। তার কাছ থেকে শেখার চেষ্টা করেছি। এত বড় একজন শিল্পী হয়েও তার মধ্যে যে বিনয় দেখেছি তা শেখারই মতো। আমি গর্বিত তার মতো একজন মহান শিল্পীর সঙ্গে অভিনয় করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।