ঢাকায় ছবির নায়িকা মাহিয়া মাহি। সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন স্ট্যাটাস ও ছবি-ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। ভিন্ন সময় তার পোস্ট ভাইরাল হয়েছে।
এবার ফেসবুক স্ট্যাটাসে মাহিয়া মাহি লিখেছেন, ‘প্রিয়তম, আজ ঘুমোতে যাওয়ার আগে আমার একটুও সাজতে ইচ্ছা করছে না, কি করি বলোতো? না সাজলে যে আমার চোখের নিচের ডার্ক সার্কেল, লিপস্টিক ছাড়া আধো কালচে ঠোঁট, জটাধারি পাগলের মতো চুল, কোনরকম সুগন্ধি ছাড়া শরীরের অরিজিনাল গন্ধ সবাই দেখে ফেলবে।
’ তিনি আরও লেখেন, ‘কি বোকা আমি, এগুলো মানুষ কিভাবে দেখবে? তখনতো শুধু তুমিই আমার পাশে থাকবে। আমার যা কিছু অসুন্দর, কুৎসিত সব তো তুমিই দেখবে। তোমার কাছে লুকানোর তো কিছু নেই।
তুমি বরং আমাকে পাতলা চাদর দিয়ে ঢেকে রেখো। কেউ যেনো অসুন্দর, কুৎসিত আমাকে না দেখে ফেলে। কারন সুন্দর আমাকে তো পুরো পৃথিবী চাইবে, কিন্তু কুৎসিত আমাকে শুধু তুমিই আগলে ঢেকে রাখবে, মুগ্ধ নয়নে দেখবে।
তাইনা?’ নায়িকার সেই পোস্টের নিচে তার স্বামী রাকিব সরকার মন্তব্য করেছেন, ‘আমি সবসময় মুগ্ধ।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।