ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন তিনি। তাদের সেই ঘর টেকেনি। বর্তমানে দুজনই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন অপু বিশ্বাস। সেখানে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্যক্তিজীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।
দেশের বাইরে গেলে ছেলের দেখভাল কে করে, এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস জানান, ‘আমি না থাকলে জয় ওর দাদা-দাদি, ফুফু ও বাবার সঙ্গে সময় কাটায়। ওই বাড়িতেই থাকে। আমাদের (শাকিব-অপু) কাছে সন্তানের মানসিক স্বাস্থ্যটাই প্রধান্য পায়। জয় জানে, তার বাবা-মা দু’জনেই ব্যস্ত। তাই কখনও আমি জয়কে স্কুলে পৌঁছে দিই, শাকিব নিয়ে আসে- এভাবেই চলছে।
নিজের শ্বশুরবাড়ির প্রসঙ্গে নায়িকা জানান, ‘আমরা শিল্পীরা খুব আবেগপ্রবণ। অনেক সময় এমন কিছু বলে ফেলি, যা পরে শুধরে নেওয়ার জায়গা থাকে না। আসলে যখন কথাগুলো বলেছিলাম, সে সময় তাদের প্রতি রাগ ছিল। আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি তাদের কাছে ক্ষমা চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান, তাদেরকে জীবনে পেয়েছি। আমার বাবা-মায়ের ঘাটতি তারাই পূরণ করছেন।’
শাকিব প্রসঙ্গে অপুর ভাষ্য, ‘শাকিব যদি আমার পাশে না থাকত, তাহলে এই অপু বিশ্বাস হতে পারতাম না। সহ-অভিনেতা হিসেবে তিনি আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছেন। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই শাকিবের প্রতি সেই সম্মান সারাজীবন থাকবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।