ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-শুভাকাঙক্ষীদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি তার নতুন করে ঘর বাঁধার গুঞ্জন শোনা যাচ্ছে। প্রিয় অভিনেত্রীর মুখ থেকে এর সত্যাসত্য জানতে তার ভক্তরা মুখিয়ে রয়েছে।
গত বৃহস্পতিবার (৫ মে) ইনস্টাগ্রামে স্টোরিতে জাহিনের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন ফারিয়া। এ নিয়ে অনেকে ধরে নিয়েছেন শবনম বিয়েটা সেরে ফেলেছেন। তার ঘনিষ্ট সূত্রও একই তথ্য জানিয়েছে। তবে বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার কিছুই করেননি কৌশলী শবনম।
গত শুক্রবার বিয়ের খবর প্রকাশে আসার পর গতকাল শনিবার (৬ মে) একটি বিবৃতি দিয়েছেন ‘দেবী’ চলচ্চিত্রের এ অভিনেত্রী। তবে তাতে বিয়ের সত্যাসত্য নিশ্চিত করেননি ফারিয়া।
শবনম ফারিয়া বলেছেন, এখন যদি বিয়ে হয়ে না থাকে এই সংবাদ নিয়ে কোনো মন্তব্য করার কিছু নাই। আর যদি বিয়ে হয়েই থাকে তাহলে তো হলোই; আর কোনো মন্তব্যেরও দরকার নাই।
তিনি আরও বলেন, আমার যখন সময় আসবে, আমি নিজ থেকেই যা যা জানানো প্রয়োজন মনে করি, করব। কিন্তু এই মুহূর্তে কোনো মন্তব্য আমি করব না। রাঁধবেন যেভাবে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।