নুসরাত ফারিয়া অভিনয়গুণ দিয়ে দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছেন। মডেলিং, নাটক, সিনেমা, উপস্থাপনাসহ প্রায় সব অঙ্গনেই তার সরব উপস্থিতি। এবার ভক্তদের জন্য সুখবর বয়ে আনলেন ঢালিউড নায়িকা। ২০২১ সালের জন্য প্রদেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ তথ্য জানিয়েছেন ফারিয়া নিজেই।
আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হবে। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনবার নাচে অংশগ্রহণ করেছিলেন নুসরাত ফারিয়া। এবারই প্রথম তিনি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাচের পারফরমেন্সে অংশগ্রহণ করেছি। এবারের বিষয়টা ভিন্ন। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি, তাই একটু ভয় তো কাজ করছেই।
তবে এটাও সত্যি, উপস্থাপনা আমি সব সময়ই ভীষণ উপভোগ করি এবং আমার কাছে সব সময়ই উপস্থাপনা ভীষণ চালেঞ্জিং বলেই মনে হয়। যারা আমাকে এবারের অনুষ্ঠান উপস্থাপনার জন্য নির্বাচিত করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।