ব্লাউজবিহীন শাড়ি পরে দাঁড়িয়ে আছেন শোলাঙ্কি রায়। খোলা পিঠ বেয়ে নেমে গেছে ভেজা চুল। দৃষ্টিতে মিশে আছে অজানা শূন্যতা।
রোববার (১৯ জুন) কলকাতার অভিনেত্রী শোলাঙ্কি রায় তার ইনস্টাগ্রামে একটি খোলামেলা ছবি পোস্ট করেছেন। তাতে এমন লুকে ধরা দিয়েছেন তিনি।
ক্যাপশনে লিখেছেন—‘আজকেই যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ।’ লাল-শাদা একটি শাড়ি পরে ছবি দিয়েছেন শোলাঙ্কি। কিন্তু পরনে নেই ব্লাউজ। খোলা চুল থেকে উন্মুক্ত পিঠে ঝরছে পানি। ছবিটির নিচে অনেকে মুগ্ধতা প্রকাশ করেছেন বটে।
তবে বহু অনুসারী নেতিবাচক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ভেবেছিলাম তুমি সবার চেয়ে আলাদা, কিন্তু সেই একই হয়ে গেলে’। আরেকজন লেখেন, ‘তুমি দিন দিন খোলামেলা হয়ে যাচ্ছো, ভালো লাগে না’।
আরেক অনুসারী হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘তোমার মতো উঁচুমানের অভিনেত্রীর এই সব ছবি পোস্ট করা সাজে না’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।