শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। রোববার (১৫ মে) সন্ধ্যার পর রাজধানীর অদূরে বিরুলিয়ার এক রিসোর্টে শুটিং চলাকালে ডান হাতে আঘাত পান এই অভিনেত্রী।
ঘটনার বর্ণনা দিয়ে তানজিন তিশা বলেন, আমি ইনফিনিক্স মুঠোফোনের শুভেচ্ছাদূত অনেকদিন ধরেই। আজ বিকেল থেকে সুন্দরভাবেই শুটিং করছিলাম। কিন্ত সন্ধ্যার পর ফাইটিং দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক চোট পাই। পুরো হাত ফুলে গিয়েছে, নাড়াতে পারছি না।
বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন বলেও জানান তিনি।
জানা গেছে, আগা নাহিয়ানের নির্দেশনায় বিজ্ঞাপনটিতে তিশার সহশিল্পী হিসেবে রয়েছেন ক্রিকেট তারকা তাসকিন আহমেদ। এই শুটিংয়ের আরো তিন দিনের শুটিং বাকি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।