বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আমিন খান। নিজের সুনিপুন অভিনয়ের জন্য মন কেড়েছেন হাজার হাজার দর্শকের।
ভেজালমুক্ত খাবার উৎপাদন ও ব্যবহার নিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করার প্রয়াসে ২০১৬ সালে ‘আমরা ভেজালমুক্ত খাবার চাই’ নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন চিত্রনায়ক আমিন খান।
করোনার কারণে এ সংগঠনের কাজ বন্ধ ছিল দু’বছর ধরে। শিগ্গির এ কার্যক্রমটি আবার চালু করছেন এ চিত্রনায়ক। এ প্রসঙ্গে আমিন খান বলেন, ‘দেশের মানুষকে ভেজালমুক্ত খাদ্য গ্রহণে আগ্রহী করে তোলার জন্যই সেবামূলক সংগঠনটি প্রতিষ্ঠা করেছি।
এ পর্যন্ত যতটুকু কার্যক্রম পরিচালনা করেছি তাতে মানুষের কাছ থেকে আশানুরূপ সাড়া পেয়েছি। আশা করছি এবারও সবার কাছ থেকে ভালো সাড়া পাব।’
তিনি বলেন, দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করছি। দেশের জন্য কাজ করতে চাই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।