অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে কলকাতার আলিপুরের বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে তাকে ভর্তি করানো হয়।
হাসপাতালে ভর্তির পর থেকেই তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তে শর্করার মাত্রা নিয়ে সমস্যা রয়েছে।
এ ছাড়া শরীরে সোডিয়াম,পটাশিয়ামের মাত্রাও বেশ কমে গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত মাধবী মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
অভিনেত্রীর পরিবারের সদস্যরা জানান, কোভিডের জন্য এত দিন হাসপাতালে এনে ঠিকমতো পরীক্ষা করানো যায়নি তাকে। কিন্তু হঠাৎ সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকরে পরামর্শে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।