টলিউডের আলোচিত তারকা প্রেমিক জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দীর্ঘ ১৩ বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। এ জুটির প্রেম-বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। এবার জানা গেলো, লিভ-ইন সম্পর্কে রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিয়ে করতে যাচ্ছি— এ কথা একাধিকবার বলেছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। কিন্তু তা বয়ানেই আটকে আছে। এদিকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফের এ প্রশ্নের মুখে পড়েন তারা। এ প্রশ্নের জবাবে অঙ্কুশ বলেন, ‘আমরা চার বছর ধরে লিভ-ইন করছি। ফলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা কী সেটা বুঝতে পারি না। আমরা তো সবসময় একসঙ্গেই রয়েছি।’
তবে ঐন্দ্রিলার গলায় ভিন্ন সুর। তার ভাষায়, ‘আমি বিয়ে করতে চাই।’ ঐন্দ্রিলা ডেস্টিনেশন ওয়েডিংয়ের দিকে ঝুঁকতে চাইছেন। বিশেষ দিনে বিশেষ ডিজাইনের পোশাক পরতে চান। ব্যয়বহুল ভ্যেনু বুক করতে চান। এ বিষয়ে ‘কৃপণ’ অঙ্কুশ বলেন, ‘আমি ইন্ডাস্ট্রির খুব কম লোকজনকে দাওয়াত দেব। কারণ বেশিরভাগ আসবেন, খাবেন। আর শেষে বলবেন, ‘দেখব বিয়েটা কতদিন টিকে।’’
এদিকে অঙ্কুশের এমন ভাবনার বিপরীতে অবস্থান ঐন্দ্রিলার। তার মতে— ‘জীবনে একবারই বিয়ে করব। অন্তত এমনটাই আমার ইচ্ছা। যদি সেটা রাজকীয় স্টাইলে করতে চাই, সেটা কি ভুল, সেটা কি অপরাধ? না! অথচ অঙ্কুশ খালি বলবে কম বাজেটে বিয়ে করবে।’
‘কৃপণ’ অঙ্কুশের ভাবনায় কিছুটা হতাশ ঐন্দ্রিলা। তবে বাকি জীবনটা তার সঙ্গেই কাটাতে চান। এ অভিনেত্রী বলেন, ‘আমার জীবনে অঙ্কুশই ছিল, আছে আর থাকবে। কিন্তু আমি ওর জীবনে ৩১তম নারী। আমি ওর কাছে ডাল-ভাতের মতো হয়ে গিয়েছি। আর অঙ্কুশ আমার জন্য আজও মাংস-ভাত।’২০২০ সালে কলকাতার অভিজাত আবাসনে ফ্ল্যাট কিনেছেন অঙ্কুশ। ফ্ল্যাটের সামনে নিজের ও ঐন্দ্রিলার নামে বোর্ডও লাগিয়েছেন তারা।
‘ম্যাজিক’ সিনেমায় ঐন্দ্রিলার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন অঙ্কুশ হাজরা। রাজা চন্দ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—পায়েল সরকার, বিদিপ্তা চক্রবর্তী, দেব শংকর হালদার প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।