বেশ কিছুদিন বিদেশে অবস্থানের পর সম্প্রতি দেশে ফিরে বিশেষ দিবসের কাজ নিয়ে সক্রিয় হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। চলতি মাসের মধ্যভাগে অভিনয় করেছেন ঈদের একখণ্ডের নাটক ‘যদি থাকে নসিবে’।

কাজী শাহিদুল হক পাশার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মারুফ মিঠু। এরপর তুহিন হোসেনের পরিচালনা ৭ পর্বের একটি ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করলেন সম্প্রতি। এটির নাম ‘ভালোবাসা কী’। এ নাটকেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।

এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘ঈদের নাটকে অভিনয় করতে সব সময়ই আগ্রহ পাই। কারণ এ সময় নাটকের দর্শক বৃদ্ধি পায়। এ ছাড়া নাটকের গল্পের মধ্যেও থাকে নতুন কিছু। আগামী ঈদেও হয়তো আমার অভিনীত বেশ কিছু নাটক প্রচার হবে। যার কয়েকটির কাজ এরই মধ্যে শেষ করেছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে গত বছরের চেয়ে এবার নাটক বেশি নির্মিত হবে। তা ছাড়া সহকর্মীদের প্রায় সবাই কর্মমুখর। সব মিলিয়ে কাজের পরিবেশ বেশ উৎসব মুখর হয়েছে।’

 

 

কলমকথা/ বিথী