সময়ের সবচেয়ে ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এক সময় রোমান্টিক ঘরানার নাটকে তাকে বেশি দেখা যেত।সময়ের পরিক্রমায় নিজেকে বদলেছেন তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করে নিজেকে নির্দিষ্ট ঘরানা থেকে বের করেছেন। তবে রোমান্টিক অপূর্বকে কিন্তু ছাড়েননি দর্শক-ভক্তরা। ভক্তদের টানেই এখনো কিছু রোমান্টিক নাটকে তাকে দেখা যায়।
আসছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে এরকম আটটি একক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকগুলো হচ্ছে-তৌফিকুল ইসলামের পরিচালনায় ‘ফিরে এসো সুরঞ্জনা’, বি ইউ শুভর পরিচালনায় ‘হাতটা শুধু ধরো’ ও ‘বেঁচে থাকুক ভালোবাসা’, সৈয়দ শাকিলের পরিচালনায় ‘ঈর্ষা’, সোহেল আরমানের পরিচালনায় ‘টাইমস আপ’, রুবেল হাসানের পরিচালনায় ‘ওভার স্মার্ট’।
এ ছাড়া ‘তোকে পাওয়ার জন্য’ ও ‘একদিনের তুমি’ নামে আরও দুটি নাটকেও এবারের ভ্যালেন্টাইন ডেতে প্রচার হবে। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আসছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে ভক্তদের জন্য যে কটি কাজ করেছি সবগুলোর গল্প এবং আমার চরিত্র দারুণ। অনেক যত্ন নিয়ে কাজ করেছি। আমার বিশ্বাস ভ্যালেন্টাইন ডে’র আনন্দকে আরও বাড়িয়ে দিবে এ নাটকগুলো। সবার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।