টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা থেকে নাটকের শুটিং করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শিল্পী ও কুশীলবরা।

রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তানজিন তিশা ও মুশফিক আর ফারহানের শুটিং ইউনিট হামলার শিকার হয়েছে। গত সোমবার (১৩ জুন) টাংগাইলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে শুটিং ইউনিটের কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়।

নির্মাতা মাহমুদ মাহিন পরিচালিত ঈদুল আজহা উপলক্ষে ‘ভিপি’ নামে একটি নাটকের শুটিংয়ে যান। এতে অভিনয় করছেন তিশা-ফারহান। এ নাটকের শুটিংয়ের জন্য টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আশপাশের স্থানকে বেছে নেয়া হয়। আর সেখানেই এ ঘটনা ঘটে।

পরিচালক মাহমুদ মাহিন বলেন, ‘ঢাকার বাইরে শুটিংয়ে গেলে অনেক সময়ই এমন ঘটনা ঘটে। ভিড় সরাতে গিয়ে কথা-কাটাকাটি, হাতাহাতি হয়েছে। শুনেছি, এরা বিশ্ববিদ্যালয়ের কেউ নন। এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা।

এসএসসি-সমমান পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

আমরাও মর্মাহত। শুটিং বন্ধ রেখেছিলাম। পরে সব ঠিকঠাক।’ এ প্রসঙ্গ একটি গণমাধ্যমকে ফারহান বলেন, ‘ওই সময় ঘটনাস্থলে ছিলাম না, পরে জেনেছি। তবে ঠিকঠাক হয়ে গেছে। কিছু লোক এর সঙ্গে জড়িত ছিলেন। তারা পরে এসে দুঃখ প্রকাশ করেছেন।’

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দারুণ সহযোগিতা পেয়েছেন বলেও মন্তব্য করেন মুশফিক আর ফারহান। বললেন, এখানকার পরিবেশ, শিক্ষার্থী সব কিছু আমার ভালো লেগেছে। আজ শেষ দিনের শুটিং চলছে। এর পরেই ফিরে যাব ঢাকায়।

তবে অপর সূত্র জানাচ্ছে, হামলায় নাটকের প্রযোজকসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন প্রযোজক সৌরভ, সহকারী পরিচালক সবুজ ইশতিয়াক, অভিনেতা কণ্ডাল বিশ্বাস ও অংকন।

১৫-২০ জনের বখাটের একটি দল বাইকে এসে ইটপাটকেল ও বেল্ট দিয়ে শুটিং টিমের ওপর হামলা চালায় বলে গণমাধ্যমকে নাটকের আর্ট ডিরেক্টর নাজিরী সাগর বলেছেন।