নাটকের শুটিংয়ে শৃঙ্খলা ফেরাতে নিয়ম করা হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে টিভি নাটকের শুটিং শেষ করার। নিয়ম করার পরও এর কয়েক বছর পর গভীর রাত পর্যন্ত শুটিং করা নিয়ে অভিযোগ করেন শিল্পীরা। তারপর ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) সিদ্ধান্ত নেয়, শুটিংয়ের আগে সবাইকে চুক্তি স্বাক্ষর করতে হবে। করোনা সঙ্কট শুরুর পর ফের দেখা দেয় বিশৃঙ্খলা। এ নিয়ে ফের নোটিস জারি করেছে এফটিপিও।

নতুন নোটিসে বলা হয়েছে, মিডিয়ার সামগ্রিক নিয়ম-শৃঙ্খলা ও সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখার স্বার্থে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন সব প্রযোজক, নির্মাতা, শিল্পী ও কলাকুশলীকে চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে যথাযথ নিয়ম অনুসরণ করে নির্মাণ কাজ সচল রাখার আহ্বান জানাচ্ছে। শুটিং সময়সীমা আগের মতো রাত ১১টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।

তবে প্রাকৃতিক দুর্যোগ, বিদ্যুৎ বিভ্রাট, শিল্পী-কলাকুশলীদের অসুস্থতা, কাহিনির বিশেষ প্রয়োজনে উল্লিখিত সময়সীমা ওই ইউনিটের সব শিল্পী-কলাকুশলী আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করবেন। তবে এই নোটিস নিয়ে কিছু নির্মাতা সন্তুষ্ট নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিফলনও দেখা গেছে।