কমেডি ঘরানার ‘গোলমাল’ ছবির প্রতিটি পর্বই দশক মহলে বেশ সাড়া ফেলেছে। এবার পরিচালক রোহিত শেট্টি ঘোষণা দিলেন, এবার আসছে ‘গোলমাল ৫’। খুব শিগগিরিই শ্যুটিং শুরু হবে ছবিটির।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে গোলমাল সিরিজের নতুন ছবির ঘোষণা দিয়েছেন রোহিত শেট্টি। তিনি বলেন, এটা এমন একটি সিনেমা, যার ধারাবাহিকতা কখনও শেষ হবে না। ছবিটি আমারও খুব প্রিয়। তাই যতোদিন কাজ করবো, গোলমাল ছবির গল্পকে এগিয়ে নিয়ে যাবো।
এদিকে, রোহিত শেট্টির ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক নিয়ে বলিউডে চলছে জোর চর্চা। ‘ইন্ডিয়ান পুলিশ সার্ভিস’ এর হাত ধরেই ওটিটিতে পা রাখতে চলেছেন তিনি। এরই মধ্যে এই নতুন ঘোষণা দিলেন রোহিত শেট্টি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।