প্রখ্যাত চরিত্র ‘ফেলুদা’ নিয়ে সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন। ২০১৬ সালে ‘ডাবল ফেলুদা’ নির্মাণের পর আর ফেলুদাকে নিয়ে সিনেমা বানাননি তিনি। কারণ ফেলুদা ও জটায়ু চরিত্রে অভিনেতা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সব সংকট কাটিয়ে ‘হত্যাপুরী’ নিয়ে ফিরছেন সন্দীপ রায়।
আর ফেলুদা হচ্ছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। সবকিছু ঠিকই আছে তবে এ চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে খানিকটা পরিশ্রম করতে হচ্ছে তাকে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে ইন্দ্রনীল সেনগুপ্ত বলেন—‘মাঝে ধূমপান ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু ফেলুদার ভূমিকায় অভিনয়ের প্রস্তাব আসার পর পরিকল্পনা বাতিল করেছি। কারণ ফেলুদাও সিগারেট খেতেন।
তবে বড় সংকটে পড়েছেন বাংলা ভাষায় কথা বলা নিয়ে। কারণ নতুন করে তাকে বাংলা শিখতে হচ্ছে। তা উল্লেখ করে ইন্দ্রনীল বলেন, ‘এই চরিত্রের জন্য আমাকে বাংলা শিখতে হচ্ছে। প্রবাসে থাকার কারণে বাংলা বলার অভ্যাসটা অনেকদিন নেই। ইংরেজিতেই বই পড়ি, ইংরেজিতেই ভাবি। এখন বাংলা ভাষাকে আয়ত্ত্বে আনার চেষ্টা করছি। ইংরেজিতে বই পড়াও কমিয়ে দিয়েছি। এখন গড়গড় করে বাংলা বলতে চাই।
সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’ সিনেমায় জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে। তোপসের ভূমিকায় থাকছেন আয়ুশ। কাস্টিং নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন সন্দীপ রায়। তার ভাষায়—‘সিনেমার পরিচালকই ঠিক করবে কাস্টিং কী হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।