ক্যান্সারকে হারিয়ে ফের অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। জীবনযুদ্ধে জিতে যাওয়ার পর ওটিটির মাধ্যমে হচ্ছে তার নুতন অভিষেক।

  • জি বাংলা অরিজিনালসে ছবি ‘ভোলে বাবা পার করেগা’তে ঐন্দ্রিলাকে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের ভূমিকায়। ছোট চুল আর ঘরোয়া পোশাকেই শুটিংয়ে ফিরেছেন ঐন্দ্রিলা।

চিকিৎসার কারণেই নিজের চুল কেটে ছোট করেছিলেন ঐন্দ্রিলা। তাই কাজ শুরু হওয়ার আগে বেশ কিছুটা ঘাবড়ে গেলেও এখন আর তা নিয়ে মনে কোনো সংশয় নেই। বরং তিনি যেমন ঠিক তেমনভাবেই পর্দায় তুলে ধরা হবে।

বহুদিন পর জীবনের চেনা ছন্দে ফিরতে পেরে খুশি ঐন্দ্রিলা। অন্যদিকে আনন্দিত অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে পেরে। অভিমন্যু মুখপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজের শুটিং চলেছিল ৯ দিন। তার মধ্যে টানা ছয় দিন শুটিং করেছেন তিনি।