অর্থপাচার মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশটির নয়াদিল্লির পাতিয়ালা হাউজ আদালত থেকে ৫০ হাজার রুপির বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।

আরো পড়ুন: প্রয়াত উপনেতা সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

পাকিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনায় ৬ সেনা নিহত

জানা যায়, ২০০ কোটি রুপি পাচারের অভিযোগপত্রে নাম থাকায় দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ইডি) থেকে একাধিকবার তলব করা হয় জ্যাকুলিনকে। এরই ধারাবাহিকতায় গেল ১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেয়ার কথা থাকলেও শুটিংয়ের কারণে সেদিন হাজির আদালতে হাজিরা দেননি এই অভিনেত্রী।

পরে পাতিয়ালা আদালত তাকে হাজিরা দিতে সমন জারি করেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার হাজির হয়ে জামিন আবেদন করলে তা গ্রহণ করেন আদালত।