অভিজিত সরকার জিতু, একাধারে একজন লিড গিটারিস্ট, সুরকার-সঙ্গীত পরিচালক। তার সুর করা গানে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী রুনা লায়লা, অ্যান্ড্রু কিশোর, কনকচাঁপা, স্বীকৃতি, অনিমা ডি কস্টাসহ অনেকেই। মেহেদী হাসান পরিচালিত নতুন সিনেমা ‘জল জোছনায়’ ‘মায়ার চাদর’ শিরোনামের একটি গানের সুর সঙ্গীত করেছেন অভিজিত সরকার জিতু।

গানটি লিখেছেন সেজুল হোসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী কোনাল। তার সহশিল্পী তানজিব সারোয়ার। সিনেমার শুটিং শুরু হয়েছে এরই মধ্যে। তার আগেই গানের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন জিতু।কোনালের গায়কী প্রসঙ্গে জিতু বলেন, গানটির যখন কাজ করছিলাম, তখনই ভাবনায় কোনালই ছিল। কোনাল যে টাইপের গান গেয়ে থাকে, ঠিক সে ধরনেরই গান এটি।

কোনালের ভয়েজ দেয়ার পর মনে হলো গানটি তার জন্যই আসলে পারফেক্ট হয়েছে। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে। তার সঙ্গে কণ্ঠ দিয়েছে তানজিব। তানজিবও ভালো গেয়েছে। সব মিলিয়েই গানটি একটি পরিপূর্ণ গান হয়েছে; যা শ্রোতাদের মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস।

জিতু জানান, মাঝে বেশ কয়েক বছর গানের সুর করার কাজ থেকে বেশ দূরে ছিলেন তিনি। এখন আবারো কাজে নিয়মিত হচ্ছেন তিনি। আরটিভিতে নূর হোসেন হীরার প্রযোজনায় আবারো শুরু হতে যাওয়া ‘ফোক স্টেশন-সিজন ৫’-এর এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন জিতু। জিতু জানান, মেহেদী হাসানেরই আরেকটি সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি।

‘জল জোছনায়’ সিনেমায় জিতুর সুরে গেয়েছেন কনা-ইমরান-নদী-রাজেশ-শান্তনীল ধর। ফোক স্টেশনের ব্যস্ততার কারণে স্টেজ শোতে সময় দিতে পারছেন না ঠিকঠাক মতো। শুধুমাত্র ইমরান ও লুইপার সঙ্গেই স্টেজ শোতে সময় দিচ্ছেন, তাও আবার ঢাকার ভেতর শো হলে।