ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহানান। দক্ষিণী সিনেমার প্রথম সারির অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। তবে বিজয় দেবরকোন্ডার সঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।
এ অভিনেতার সঙ্গে পর্দায় রোমান্স করার ইচ্ছার কথা জানিয়েছেন এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় সরব মালবিকা মোহানান। মাঝে মধ্যে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন।
তারই ধারাবাহিকতায় টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মালবিকা। এ সময় এক ভক্ত প্রশ্ন করেন—তামিল সিনেমার কোন তারকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চান? জবাবে ‘মাস্টার’খ্যাত অভিনেত্রী মালবিকা বলেন,
রোমান্টিক অথবা রমকম ঘরানার সিনেমায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে অভিনয় করতে চাই। মালবিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মারন’। এ সিনেমায় ধানুশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি।
কার্তিক নরেন পরিচালিত এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পায়। বর্তমানে মালবিকার হাতে একটি হিন্দি সিনেমার কাজ রয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন মালবিকা। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘পাত্তাম পোলে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মালবিকা। ২০১৬ সালে ‘নানু মটু ভারালক্ষ্মী’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি।
২০১৭ সালে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। ২০১৯ সালে ‘পিতা’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পথচলা শুরু।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।