বলিউড বাদশা শাহরুখ খান দুনিয়ার ধনকুবেরদের মধ্যে নিজেকে নিয়ে গেছেন উপরের সারিতে। বিপুল ধনসম্পদের মালিক শাহরুখ ব্যক্তিগত জীবনেও বেশ শৌখিন প্রকৃতির মানুষ। দামি গাড়ি, দামি বাড়ি থেকে শুরু করে সব কিছুতেই রাজকীয়তা ধরে রাখেন ভারতের এই সুপারস্টার। বাবা যখন শাহরুখ খান, তখন মেয়ের জীবনেও ছাপ থাকবে সেই রাজকীয়তার। এমনটাই ঘটেছে শাহরুখের মেয়ে সুহানা খানের সাথে।
সম্প্রতি ভারতের একটি এয়ারপোর্টে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন সুহানা। গত ১১ সেপ্টেম্বর মা গৌরি খানের সঙ্গে এয়ারপোর্টে দেখা যায় তাকে। এসময় সুহানার পরনে ছিল সাদা রঙের টি-শার্ট ও অফ-হোয়াইট রঙের প্যান্ট। সঙ্গে ছিল ব্লু রঙের একটি ব্যাগ। তারকা সন্তানদের সবকিছুর উপরেই মানুষের বাড়তি কৌতূহল থাকে। সুহানার এই ব্যাগ নিয়েও চলে গবেষণা।
জানা যায়, সুহানার কাঁধে থাকা ফ্ল্যামিঙ্গো রিভার্সিবল টোটে ব্র্যান্ডের সেই ব্যাগটির বাজার মূল্য ৫ হাজার ৪৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ১৭ হাজার ৯৬৬ টাকা)। যা শুনে নেটিজেনদের রীতিমতো মাথায় হাত। সামান্য একটি ব্যাগের পেছনেও কাড়ি কাড়ি টাকা ঢালেন তারকাসন্তানরা-এটি যেন অনেকেই মানতে পারছেন না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।